তামিল অভিনেতা বরুণ কি মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন
তামিল অভিনেতা বরুণ কি মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন
এক জীবনে বরুণ চক্রবর্তী কী করেননি!
উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করা বরুণ ছিলেন পেসারও। খেলোয়াড়ি জীবনের বাইরে একজন স্থপতি। হতে চাইতেন সহকারী পরিচালক, অভিনয় করেছেন সিনেমাতেও।
এত কিছু করার পরও বরুণ যা সবচেয়ে বেশি করতে চাইতেন, তা মিলেছে এই তো কিছুদিন হলো। সেটাও মিলেছে এমনভাবে যে বরুণের আর অভিযোগের সুযোগ নেই। দেখে মনে হচ্ছে, মাঠে নেমে ভিডিও গেমস খেলছেন! এই তো কাল রাতেই ইংল্যান্ডের বিপক্ষে পেলেন ৫ উইকেট। একের পর এক উইকেট পাচ্ছেন প্রতিটি ম্যাচেই।
অভিযোগের প্রসঙ্গ আসার যথেষ্ট কারণ আছে। এই যে বরুণের এতগুলো পরিচয়, এগুলো তো এমনি এমনি হয়নি, হয়েছে সময়ের প্রয়োজনে। একসময় হতে চাইতেন দিনেশ কার্তিক। উইকেটকিপার হিসেবে রাজ্য দলে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হয়ে তো ক্রিকেটই ছাড়লেন; পড়াশোনায় মন দিলেন। চেন্নাইয়ে এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন স্থাপত্যে ডিগ্রি। ২০১৭ সালে স্থাপত্য ফার্মও খুলেছিলেন। তবে চেন্নাইয়ে বন্যায় তাঁর একটি প্রজেক্ট ভেসে যায়।
সিনেমায় অভিনয় করেছেন এরও আগে, ২০১৪ সালে। ‘জিভা’ নামের এক তামিল সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। তবে কোনো কিছুতে মন বসছিল না। আবার যখন ক্রিকেটে ফিরলেন, হতে চাইলেন পেসার। পড়লেন চোটে....বনে গেলেন স্পিনার। বাকিটা তো ইতিহাস। এই গল্পও কিন্তু একতরফা নয়। উত্থানের সঙ্গে পতন এখানেই ভাগাভাগি করেই বসে আছে।

No comments