‘বেকহামস’কে ছাপিয়ে যাচ্ছেন হলান্ড ও তাঁর প্রেমিকা
‘বেকহামস’কে ছাপিয়ে যাচ্ছেন হলান্ড ও তাঁর প্রেমিকা
‘বেকহামস’—শব্দটি এখন নস্টালজিক অনুরণন তোলে ইংলিশ ফুটবলপ্রেমীদের মনে। নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে একটা সময় ছিল, যখন ইংল্যান্ডে তারকা জুটিদের মধ্যে ‘বেকহামস’রা থাকতেন সর্বাগ্রে।
ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম। সোনালি চুলের প্রথমজন ছিলেন ইংলিশ ফুটবলের রাজপুত্র। পরেরজনও কম যান না। নব্বইয়ের দশকের পপ ব্যান্ড ‘স্পাইস গার্লস’–এর অন্যতম গায়িকা ও ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি টিভি ব্যক্তিত্বও। দুই বছর চুটিয়ে প্রেমের পর ১৯৯৯ সালে দুজনের বিয়েটা ছিল তুমুল আলোচিত। তারপর ২৬ বছর কেটে গেলেও অনেকের চোখে ‘বেকহামস’রা এখনো সেই ‘গোল্ডেন কাপল’ই আছেন।
কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’–এর দাবি, রাজপাটটি বেকহামসের দখলে সম্ভবত আর বেশি দিন থাকছে না। এসে গেছে নতুন ‘গোল্ডেন কাপল’, তাই ছেড়ে দিতে হবে স্থান। আর্লিং হলান্ড ও তাঁর প্রেমিকা ইসাবেল ইয়োহানসেন। তাঁরা দুজন ‘বেকহামসদের চেয়ে বড় জুটি হতে যাচ্ছেন’ বলে দাবি করেছে সান।
কারণ? প্রথমত, ইংল্যান্ডে শিকড় গেড়েছেন হলান্ড। ৮৫ কোটি টাকায় চেশায়ারে কিনেছেন বাড়ি। তখনই বোঝা গিয়েছিল, ইংল্যান্ডে থিতু হচ্ছেন নরওয়ে স্ট্রাইকার। আর গত সপ্তাহে সেটাই প্রমাণ করেছে তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি। ২৪ বছর বয়সী হলান্ডের সঙ্গে ২৬ কোটি পাউন্ডের চুক্তি করেছে ১০ বছরের জন্য।
No comments